সোমালিয়া থেকে সেনা প্রত্যাহার করছেন ট্রাম্প
ছবি: এলএবাংলাটাইমস
২০২১ সালের মধ্যে আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সোমালিয়া থেকে বেশিরভাগ মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (৫ ডিসেম্বর) পেন্টাগন বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিপার্টমেন্ট অব ডিফেন্স ও ইউনাইটেড স্টেট আফ্রিকাকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন।
সোমালিয়ায় নিয়োজিত বিভিন্ন পদে ৭০০ সেনার মধ্যে 'অধিকাংশ' সেনা ফিরিয়ে আনা হবে। সেনা প্রত্যাহার করলেও ইউনাইটেড স্টেট আফ্রিকার সাথে মিলিটারি চুক্তি অব্যাহত রয়েছে।
ইউনাইটেড স্টেট আফ্রিকা জানায়, সেনা প্রত্যাহার হলেও চুক্তি প্রত্যাহার হচ্ছে না। পূর্ব আফ্রিকায় শান্তি ফিরিয়ে আনতে প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এর আগে ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান থেকে ২০২১ সালের জানুয়ারিতেই প্রায় ১ হাজার সৈন্য প্রত্যাহার করা হবে বলে ঘোষণা দিয়েছিলেন।
অন্যান্য অঞ্চলে নিয়োজিত সৈন্যদের অনেককেই ইউএস বর্ডারে মোতায়েন করা হবে। সোমালিয়ার শান্তি রক্ষার্থে অন্য কোনো মিত্র বাহিনীর মিলিটারি বাহিনী নিয়োগ দেওয়া হবে৷
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন