অবসরপ্রাপ্ত জেনারেলকে প্রতিরক্ষামন্ত্রী বানাচ্ছেন বাইডেন
ছবি: এলএবাংলাটাইমস
অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর জেনারেল লয়েড অস্টিনকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত করতে যাচ্ছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।
জো বাইডেনের ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে৷ গত সপ্তাহে বাইডেন নিজে লয়েডকে এই মন্ত্রী হওয়ার প্রস্তাব জানিয়েছেন।
লয়েড অস্টিন বারাক ওবামার সময় মধ্যপ্রাচ্যের সামরিক বাহিনীর দায়িত্বে ছিলেন।
এর আগে বাইডেন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে প্রতিরক্ষা মন্ত্রনালয়ের কর্মকর্তা মিশেল ফ্লোরনয়কে দায়িত্ব দিবেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিলো।
তবে লয়েড অস্টিনই প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন বলে নিশ্চিত করেছে বাইডেনের ঘনিষ্ঠ সূত্র। লয়েড অস্টিন যদি প্রতিরক্ষামন্ত্রী হয়, তবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই হবেন প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষামন্ত্রী।
২০১৬ সালে সেনাবাহিনী থেকে অবসরে গেছেন অস্টিন। এর আগে বারাক ওবামার প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
জানা গেছে, ইতোমধ্যে জো বাইডেনের ট্রানজিশন টিমকে প্রতিরক্ষা বিষয়ে দিকনির্দেশনা দেওয়া শুরু করেছেন অস্টিন৷
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন