দ্বিতীয় প্রণোদনা বিষয়ক আলোচনার অগ্রগতি
ছবি: এলএবাংলাটাইমস
দ্বিতীয় নাগরিক প্রণোদনার বিল পাশের অচলাবস্থা কাটতে পারে শীঘ্রই। প্রণোদনার ১২০০ ডলার দ্রুতই পেয়ে যেতে পারেন কর্মহীন বাসিন্দারা৷
সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককনেল দ্বিপাক্ষিক আলোচনার ক্ষেত্রে সুর কিছুটা নরম করেছেন। গত কয়েক মাস ধরেই প্রণোদনার বাজেট বিষয়ে দ্বিমত পোষণ করে আসছে ডেমোক্রেটিক ও রিপাবলিকানরা।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও কংগ্রেসের ডেমোক্রেটিক নেতাদের মধ্যস্থতায় এই আলোচনা গতিশীল হচ্ছে। আলোচনা ফলপ্রসু হলে সরাসরি ১২০০ ডলার করোনার কারণে কর্মহীন হয়ে যাওয়া বাসিন্দাদের একাউন্টে পৌঁছে যাবে৷
ইতোমধ্যে কর্মহীন মার্কিনীদের জন্য ৯০৮ বিলিয়ন ডলার পাশ করেছে দুই দলের নীতিনির্ধারকরা। তবে দ্বিতীয় নাগরিক প্রণোদনার অর্থ আলাদাভাবে পাবে বাসিন্দারা।
দ্বিপাক্ষিক আলোচনার অগ্রগতি বিষয়ে কিছুদিন আগেও ইতিবাচক মন্তব্য করেছেন হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি। ন্যান্সি পেলোসি ও মিচ ম্যাককনেল আলোচনায় একমত হওয়ার ইঙ্গিত পাওয়া যায়।
তবে এখনো প্রণোদনার চূড়ান্ত অর্থ কতো নির্ধারিত হবে সেটি ঠিক করতে পারেনি কংগ্রেস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে দ্রুত আলোচনা নিষ্পত্তি করতে কংগ্রেসকে তাগাদা দিয়েছেন।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন