সুপ্রিম কোর্টে চার রাজ্যের ভোট বাতিলের আবেদন ট্রাম্পের
ছবি: এলএবাংলাটাইমস
২০২০ নির্বাচনে চারটি সুইং স্টেটের লাখো ভোট বাতিল করতে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (৯ ডিসেম্বর) তিনি সুপ্রিম কোর্ট বরাবর এক আইনী আবেদন জানান। সেখানে পেনসিলভেনিয়া, মিশিগান, জর্জিয়া ও উইসকনসিনের কয়েক লক্ষ ভোট বাতিল করতে বলেন।
এর আগে এই চার রাজ্যের ভোট বাতিলের জন্য মামলা দায়ের করেছেন টেক্সাসের এটর্নি জেনারেল ক্যান প্যাক্সটন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে এবারে তাঁর নতুন এটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত করেন জন ইস্টম্যানকে। এর আগে কামালা হ্যারিসকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করে সমালোচিত হয়েছেন জন ইস্টম্যান।
পেনসিলভেনিয়ার ডাকযোগে পাওয়া ভোট বাতিলের মামলা সুপ্রিম কোর্টে খারিজ হওয়ার একদিন পরেই নতুন এই আবেদন করেন ডোনাল্ড ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প আবেদনে বলেন, চারটি সুইং স্টেটের ফলাফল 'পরিবর্তন' করা হয়েছে। ডাকযোগে পাওয়া বেশিরভাগ ভোট 'অবৈধ'৷ এই রাজ্যেগুলোতে ফল পরিবর্তন করার জন্য মহামারিকে একটি অজুহাত হিসেবে দাঁড় করানো হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন