যুক্তরাষ্ট্রে শিপিং জালিয়াতি মামলায় ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তির কারাদণ্ড
যুক্তরাষ্ট্রে আজ ইলেক্টোরাল ভোট প্রক্রিয়া শুরু
ছবি: এলএবাংলাটাইমস
ইতোমধ্যে নিশ্চিত হয়েছে, জো বাইডেনই হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট। এখন ইলেক্টোরাল কলেজের আনুষ্ঠানিকতা বাকি। ২০০ বছর ধরে এই সাধারণ ভোটের পরবর্তী প্রক্রিয়া হিসেবে এই ইলেক্টোরাল কলেজ ভোট অনুষ্ঠিত হয়ে আসছে যুক্তরাষ্ট্রে।
আইনসিদ্ধ আনুষ্ঠানিকতার অংশ হিসেবে মনোনীত ইলেক্টোরাল কলেজের ইলেক্টোররা আজ সোমবার (১৪ ডিসেম্বর) সভায় মিলিত হচ্ছেন। এই সভাতেই প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভোট দিবেন ইলেক্টোরালরা।
ইলেক্টোরালদের এসব ভোট চলে যাবে ওয়াশিংটন ডিসিতে। সেখানেই ছয় জানুয়ারি কংগ্রেসের সভায় সেই ভোটগুলো গণনা করা হবে। এরপরই বাইডেন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পাবেন।
মূলত ইলেক্টোরাল হিসেবে নিজ নিজ অনুগত দলের সদস্যদেরকেই মনোনীত করা হয়। দলের প্রাক্তন নেতা কিংবা বিজ্ঞ ব্যক্তি ও পার্টির বড় দাতারা এই ইলেক্টোরাল কলেজ ভোট প্রক্রিয়ায় অংশ নেয়। মূলত দলের বিরুদ্ধে যেয়ে কোনো ইলেক্টোরাল বিপক্ষ প্রার্থীকে ভোট দেওয়ার নজির নেই। এবারের নির্বাচনে জো বাইডেনের বিপক্ষে তার দলের মনোনীত কেউ ভোট দেওয়ার সম্ভাবনা শূন্য।
সচরাচর ওয়াশিংটন ডিসিতে ইলেক্টোরালরা মিলিত হয়ে ভোট দিলেও সাম্প্রতিক করোনা পরিস্থিতির কারণে নেভাদা, কোলোরাডো ও ইউটাহর ভোটগ্রহণ ভার্চুয়ালি নেওয়া হবে৷
এএলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন