যুক্তরাষ্ট্রে শিপিং জালিয়াতি মামলায় ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তির কারাদণ্ড
জ্বালানি মন্ত্রী হচ্ছেন মিশিগানের সাবেক গভর্নর
ছবি: এলএবাংলাটাইমস
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ইতোমধ্যে তাঁর মন্ত্রীসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের জন্য মনোয়ন ঘোষণা করেছেন। এবার ঘোষণা করলেন তাঁর জ্বালানি মন্ত্রী ও এই মন্ত্রনালয়ের অন্যান্য ছয় সদস্যের নাম।
জ্বালানি মন্ত্রী হিসেবে মিশিগানের সাবেক গভর্নর জেনিফার গ্রানহামের নাম ঘোষণা করেছেন জো বাইডেন। ডেলওয়ারে জেনিফার গ্রানহাম ও জ্বালানি মন্ত্রনালয়ের জন্য মনোনীত আরো ৬ জনকে পরিচয় করিয়ে দেন বাইডেন।
মনোনয়ন দেওয়ার পর বিবৃতিতে বাইডেন বলেন, ‘জেনিফার আমার একজন ভালো বন্ধু। তিনি দক্ষ। এছাড়া জ্বালানি বিভাগের অন্যান্য সদস্যরা মেধাবী, যোগ্য ও পরীক্ষিত'।
পরিচিতি অনুষ্ঠানে তাঁকে জ্বালানি দপ্তরের মন্ত্রী মনোনীত করায় বাইডেন ও কামালা হ্যারিসকে ধন্যবাদ জানিয়েছেন জেনিফার। জেনিফার বলেন, 'আসছে বছরগুলোতে দেশ ও গাড়ি কোম্পানিগুলো বৈদ্যুতিক গাড়ি ও ব্যাটারি তৈরিতে ট্রিলিয়ন ডলার খরচ করবে এবং সেখানে লাখ লাখ কর্মসংস্থানের সৃষ্টি হবে'।
নির্বাচনের আগে থেকেই জো বাইডেন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ। জ্বালানির উৎস বিশেষ করে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমিয়ে কার্বন নিঃসরণ কমাতে জ্বালানি মন্ত্রনালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন