যুক্তরাষ্ট্রে শিপিং জালিয়াতি মামলায় ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তির কারাদণ্ড
২ হাজার ডলার হতে পারে স্টিমুলাস চ্যাকের অর্থ
ছবি: এলএবাংলাটাইমস
দ্বিতীয় নাগরিক প্রণোদনার আওতায় স্টিমুলাস চ্যাকের অর্থ বাড়তে পারে। সোমবার (২৮ ডিসেম্বর) হাউজ অব রিপ্রেজেনটেটিভে স্টিমুলাস চ্যাকের অর্থ ২ হাজার ডলার করতে ভোটাভুটি হবে।
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২ লাখ ৩০ হাজার কোটি ডলারের করোনাভাইরাস রিলিফ এইড ও গভর্নমেন্ট স্পেন্ডিং প্যাকেজ বিলে সই করেন।
তবে এর আগে স্টিমুলাস চ্যাক এর অর্থ নিয়ে আপত্তি প্রকাশ করেন তিনি। চলমান চুক্তি অনুযায়ী, স্টিমুলাস চ্যাকের আওতায় নিম্ন আয়ের বাসিন্দারা ৬০০ ডলার করে পাবেন। তবে ডোনাল্ড ট্রাম্প এই অর্থকে অপ্রতুল ঘোষণা করে ২ হাজার ডলার বরাদ্দের প্রস্তাব তোলেন।
ডেমোক্রেটিক দলের নেতারা ট্রাম্পের এই প্রস্তাবে সমর্থন দিয়েছেন। রিপাবলিকান নেতাদের স্টিমুলাস চ্যাকের পরিমাণ বাড়াতে চাপ সৃষ্টি করছেন।
তবে এর আগে গত সপ্তাহে স্টিমুলাস বিলের অর্থ বাড়ানোর প্রচেষ্টায় আপত্তি প্রকাশ করেন রিপাবলিকানরা। এই সপ্তাহে আবারো কংগ্রেসে ভোটাভুটির আয়োজন করা হয়েছে। এটি পাশ হতে দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন