জর্জিয়ার ফল পাল্টাতে ট্রাম্পের 'চাপ'
ছবি: এলএবাংলাটাইমস
২০২০ সালের নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে জয় তুলে নিয়েছেন জো বাইডেন। তবে জো বাইডেনের এই জর্জিয়া জয় কিছুতেই মেনে নিতে চাইছেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক অভিযোগ ও আইনি পদক্ষেপ নিলেও ফল পাল্টাতে ব্যর্থ হোন ট্রাম্প।
এবার কংগ্রেস অধিবেশনে জো বাইডেনের আনুষ্ঠানিক জয় ঘোষণার আগে জর্জিয়ার ফল পাল্টাতে আরেকদফা চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্প।
রোববার (৩ জানুয়ারি) ডোনাল্ড ট্রাম্প জর্জিয়ার প্রধান নির্বাচন কর্মকর্তাকে টেলিফোনে ট্রাম্পের জয় নিশ্চিত করতে চাপ দেন। ট্রাম্প নিজেই টুইটারে এই বিষয়টি নিশ্চিত করেছেন।
ডোনাল্ড ট্রাম্প জর্জিয়ার নির্বাচন কর্মকর্তাকে জয়ের জন্য প্রয়োজনীয় ভোট 'খুঁজে' দিতে বলেন। তিনি বলেন, জর্জিয়ায় ভোট জালিয়াতি হয়েছে।
এর আগে সদ্য অবসরপ্রাপ্ত এটর্নি জেনারেল উইলিয়াম বার বলেন, ২০২০ সালের নির্বাচনে কারচুপি বা জালিয়াতির কোনো অভিযোগ পাওয়া যায়নি।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট এর আগে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ফল পাল্টাতে নির্বাচন কর্মকর্তাকে চাপ প্রয়োগ করেনি।
ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে বলেন, 'আমি আর কোনো কিছু চাই না। আমি শুধু আমার জয়ের জন্য প্রয়োজনীয় ১১ হাজার ৭৮০টি ভোট চাইছি। আমার ভোটগুলো খুঁজে দিন।
উল্লেখ্য, জর্জিয়ার নির্বাচনে ১১ হাজার ৭৭৯টি ভোট বেশি পেয়ে লাভ করেন প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন