আবারো হাউজ স্পিকার হলেন ন্যান্সি পেলোসি
ছবি: এলএবাংলাটাইমস
আবারো হাউজ অব রিপ্রেজেনটেটিভ এর স্পিকার নির্বাচিত হলেন ন্যান্সি পেলোসি। এ নিয়ে চারবারের মতো এই সম্মানজনক পদে নির্বাচিত হলেন এই ডেমোক্রেটিক নেতা।
ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত ৮০ বছর বয়েসী ন্যান্সি পেলোসি খুবই অল্প ব্যবধানে পুননির্বাচিত হোন রবিবার।
ন্যান্সি পেলোসির প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রভাবশালী রিপাবলিকান নেতা কেভিন ম্যাককার্থি। তবে শেষ পর্যন্ত প্রতিনিধি পরিষদের সদস্য ন্যান্সি পেলোসির উপরই আস্থা রাখেন।
ন্যান্সি পেলোসির পক্ষে ভোট পরেছে ২১৬টি। আর রিপাবলিকান প্রার্থী কেভিন ম্যাককার্থি ভোট পান ২০৯টি।
হাউজ স্পিকার হিসেবে ডোনাল্ড ট্রাম্পের আমলেও শক্ত ভূমিকা রেখেছেন ন্যান্সি পেলোসি। এবার নবনির্বাচিত ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনিক এজেন্ডা এগিয়ে নিতেও ন্যান্সি পেলোসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
ন্যান্সি পেলোসি নির্বাচিত হওয়ার পর চেম্বারকে বলেন, 'আমরা এক অস্বাভাবিক কঠিন সময়ে নতুন কংগ্রেস শুরু করতে যাচ্ছি'।
করোনভাইরাসকে পরাজিত করাই মূল লক্ষ্য হবে বলে মন্তব্য করেন হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন