যুক্তরাষ্ট্রে শিপিং জালিয়াতি মামলায় ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তির কারাদণ্ড
পদত্যাগ করতে পারেন ট্রাম্প-ঘনিষ্ঠ কর্মকর্তারা
পার্লামেন্ট ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনার পর হোয়াইট হাউজের বেশ কিছু কর্মকর্তা পদত্যাগ করার কথা ভাবছেন। মূলত এই হামলার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হয়েছেন তাঁর নিজের দলের অনেকেই।
হোয়াইট হাউজের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, পদত্যাগ করতে পারেন ট্রাম্পের শীর্ষ ও ঘনিষ্ঠ কর্মকর্তারা। বুধবার (৬ জানুয়ারি) পার্লামেন্টে নেক্কারজনক হামলার পর অনেকের পদত্যাগ অবশ্যম্ভাবী হয়ে উঠেছে৷
সূত্র জানায়, হামলার জেরে পদত্যাগ করতে পারেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও'ব্রায়েন। তাছাড়া ও'ব্রায়েনের ডেপুটি ম্যাট পোটিনগার ও ডেপুটি চিফ অব স্টাফ ক্রিস লিডেলেরও পদত্যাগের সম্ভাবনা রয়েছে।
তবে ইতোমধ্যে ট্রাম্প-ঘনিষ্ঠ কয়েকজন পদত্যাগ করেছেন। তালিকায় প্রথমেই রয়েছে হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি সারাহ ম্যাথিউস।
সারাহ ম্যাথিউস ছাড়াও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের চিফ অব স্টাফ এবং ট্রাম্পের সাবেক প্রেস সচিব স্টেফানি গ্রিসহাম পদত্যাগ করেন।
এদিকে এ হামলার পর ট্রাম্পের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রিপাবলিকান পার্টির অনেকে। এছাড়া বিশ্বের অনেক নেতারাই এই ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন