যুক্তরাষ্ট্রে শিপিং জালিয়াতি মামলায় ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তির কারাদণ্ড
ওয়াশিংটনে ১৫ দিন জরুরি অবস্থা ঘোষণা
ছবি: এলএবাংলাটাইমস
যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনার জেরে ওয়াশিংটনে ১৫ দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মেয়র মুরিয়েল বাউজার আগামী ১৫ দিন জরুরি অবস্থা জারির এই ঘোষণা দিয়েছেন।
মেয়র মুরিয়েল বাউজার বলেন, এখনো সহিংসতা ও সংঘর্ষের সম্ভাবনা শেষ হয়ে যায়নি। তাই আগামী ২১ জানুয়ারি দুপুর ৩টা পর্যন্ত রাজধানী ওয়াশিংটনে জরুরি অবস্থা জারি থাকবে।
জরুরি অবস্থা চলাকালীন নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে ও জরুরি পণ্য সরবরাহের বিশেষ ব্যবস্থা নিতে কাজ কর্তৃপক্ষ।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন