যুক্তরাষ্ট্রে শিপিং জালিয়াতি মামলায় ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তির কারাদণ্ড
জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছেন না ট্রাম্প
ছবিঃ এলএ বাংলা টাইমস
সদ্য-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানে না থাকার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৮ জানুয়ারি) তিনি টুইটারে এ কথা ঘোষণা করেন।
ট্রাম্প লিখেছেন, যারা জানতে চেয়েছেন, তাদের বলছি, ২০ জানুয়ারির উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছি না।
এর আগে ট্রাম্প শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কথা নিশ্চিত করেছিলেন। তার সমর্থকরা ক্যাপিটল হলে বিশৃঙ্খলা তৈরি ও দাঙ্গা-হাঙ্গামা তৈরি করলে তাকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেয়ারও প্রস্তাব উঠে।
সিনেটে ডেমোক্র্যাট নেতা চাক স্কুমার ও হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি ট্রাম্পকে সরিয়ে দেবার জন্য ভাইস-প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান। কিন্তু তা না হবার সম্ভাবনা বেশি।
ট্রাম্পবিরোধী ও ডেমোক্র্যাটরা অভিযোগ করেছেন, ক্যাপিটলে হামলা ট্রাম্পই উস্কে দিয়েছেন।
ক্যাপিটল ভবনে হামলার পর প্রশাসনে ট্রাম্পের অনেক ঘনিষ্ঠজন তাকে ত্যাগ করেছেন। আগামী ১৯ জানুয়ারি ট্রাম্প ওয়াশিংটন ছেড়ে যেতে পারেন। হয়তো তিনি ফ্লোরিডায় নিজের রিসোর্টে চলে যাবেন।
ইউএস ক্যাপিটলে হামলার এই নজিরবিহীন ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন, অ্যাসলি বাবিটের (৩৫), বেঞ্জামিন ফিলিপস (৫০), কেভিন গ্রিসন (৫৫) ও রোসানে বয়ল্যান্ড (৩৪) ও এক পুলিশ সদস্য।
এলএবাংলাটাইমস/এনএইচ
শেয়ার করুন