করোনায় যুক্তরাষ্ট্রে গড় আয়ু কমেছে এক বছর: সিডিসি
ছবি: এলএবাংলাটাইমস
করোনার কারণে ২০২০ সালের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের গড় আয়ু এক বছর কমে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড় আয়ু এবারই সর্বোচ্চ কমেছে।
বৃহস্পতিবার ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) এই তথ্য প্রকাশ করেছে।
আমেরিকানদের বর্তমানে গড় আয়ু দাঁড়িয়েছে ৭৭ বছর ৮ মাস। ২০১৯ সালে গড় আয়ু ছিলো ৭৮ বছর ৮ মাস।
এর মধ্যে সবচেয়ে বেশি গড় আয়ু কমেছে কৃষ্ণাঙ্গ বাসিন্দাদের মধ্যে। প্রায় ২ বছর ৭ মাস কমেছে এই গোষ্ঠীর গড় আয়ু। এছাড়া হিস্প্যানিকদের গড় আয়ু কমেছে ১ বছর ৯ মাস।
২০২০ সালের মধ্য পর্যন্ত করোনায় মৃতের তথ্য বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন