গাজা যুদ্ধ: ইইউ-এর ভূমিকা প্রকাশ্যে, দায়িত্ববিমুখতার নতুন অজুহাত উঠে আসছে
শীতে বিপর্যস্ত টেক্সাস, পূর্ব উপকূলেও শীতের হানা
ছবি: এলএবাংলাটাইমস
তীব্র শীতের মুখোমুখি হয়েছে টেক্সাস। শীতকালীন ঝড়ে ইতোমধ্যে হতাহত হয়েছে অনেক। তবে এখনই কমছে না শীত। দেশের পূর্ব উপকূলে দেখা দিয়েছে তুষার, বরফ আর বৃষ্টি।
আবহাওয়া পূর্বাভাসে ন্যাশনাল ওয়েদার সার্ভিস সূত্র জানায়, 'মধ্য-আটলান্টিক থেকে শুরু করে দেশের উত্তর-পশ্চিম পর্যন্ত শীতের ব্যাপক প্রভাব থাকবে। বরফ জমবে ও ব্যাপক তুষারপাত হবে'।
ইতোমধ্যে ৭৮ মিলিয়ন বাসিন্দা শীতকালীন ঝড়ের সতর্কবার্তার মধ্যে রয়েছে। ২২ মিলিয়ন বাসিন্দা হার্ড ফ্রিজিং সতর্কবার্তার মধ্যে রয়েছে।
শীতে গত এক সপ্তাহে দেশজুড়ে ৩৮ জন বাসিন্দার মৃত্যু হয়েছে। এছাড়া আরো ৮টি মৃত্যুর ঘটনা শীত সম্পর্কিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন