যুক্তরাষ্ট্রে কমেছে অবৈধ অভিবাসী গ্রেফতার সংখ্যা
ছবি: এলএবাংলাটাইমস
জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর বৈধ কাগজপত্রহীন বাসিন্দাদের গ্রেফতার ও নির্বাসন দেওয়ার সংখ্যা কমেছে।
ওয়াশিংটন পোস্টের এক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার শেষ তিন মাসের থেকে জো বাইডেনের ক্ষমতা গ্রহণের প্রথম দুই মাসে ইউএস ইমিগ্রেশন এন্ড কাস্টমস ইনফর্সমেন্ট (আইসিই) কতৃক বৈধ কাগজপত্রহীন বাসিন্দাদের গ্রেফতারের সংখ্যা কমেছে ৬০ শতাংশ। একই হারে কমেছে নির্বাসন দেওয়ার সংখ্যা।
প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় বসার আগেই জানিয়েছিলেন, প্রথম ১০০ দিনে বৈধ কাগজহীনদের গ্রেফতার ও নির্বাসনের সংখ্যা নিয়ন্ত্রণে আনা হবে।
তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০২০ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ৬ হাজার ৮০০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে আইসিই। অপরদিকে, চলতি মাসের ফেব্রুয়ারিতে মাত্র ২হাজার ৫০০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। আর নির্বাসনে দেওয়া হয়েছে ২ হাজার ৬০০ জন বাসিন্দাকে। এর আগের মাসে নির্বাসন দেওয়া হয়েছিলো ৫ হাজার ৬০০ জন বাসিন্দাকে।
ক্ষমতায় আসার পর জো বাইডেন আইসিই এর ক্ষমতা কিছুটা নিয়ন্ত্রণে এনেছেন। বাইডেন প্রশাসন আইসিইকে নির্দেশ দিয়েছেন শুধুমাত্র দেশের জন্য হুমকি এমন অবৈধ অভিবাসীদের আটক করা যাবে এবং তাদের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ থাকতে হবে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন