জর্জ ফ্লয়েড হত্যার রায়: নিরাপত্তা জোরদার দেশজুড়ে
ছবি: এলএবাংলাটাইমস
যুক্তরাষ্ট্রে গত বছর কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার অভিযোগে মিনিয়াপোলিস শহরে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিনের বিচার কার্যক্রম শুরু হয়েছে।
আগামী সপ্তাহে এই মামলার জুরি বোর্ড তাদের নিজস্ব বিবেচক রায় আদালতে পেশ করতে পারেন। মামলার পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক ইতোমধ্যে পেশ করা হয়েছে।
জুরি বোর্ডের দেওয়া মতামতকে ঘিরে আন্দোলনের সম্ভাবনা রয়েছে দেশজুড়ে৷ আর তাই মিনিয়াপোলিস সহ অন্যান্য বড় শহরে বাড়তি জনবল নিয়োগ ও নিরাপত্তা জোরদার গ্রহণ করা হয়েছে। আন্দোলন যেনো কোনোভাবেই সহিংসতায় রূপ না নেয়- সেটি নিশ্চিত করা হবে।
এর আগে ডেরেক চাওভিন নামের ওই কর্মকর্তা হাঁটু দিয়ে জর্জ ফ্লয়েডের ঘাড় চেপে ৯ মিনিট ধরে বসে আছেন, গত বছর এমন একটি ভিডিও যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে তীব্র ক্ষোভের সূত্রপাত ঘটায়।
এই ঘটনায় যে চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, ৪৫ বছরের ডেরেক চাওভিন তাদের মধ্যে প্রধান আসামি। নিজের বিরুদ্ধে আনা খুনের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। দোষী সাব্যস্ত হলে এই মামলায় তার ৪০ বছর পর্যন্ত সাজা হতে পারে। তাকে ইতোমধ্যে পুলিশ বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে।
এদিকে, আসন্ন রায়কে ঘিরে আন্দোলনের শঙ্কায় লস এঞ্জেলেস, স্যান ফ্র্যান্সিসকো, আটলান্টা, নিউ ইয়র্কসহ বিভিন্ন বড় শহরে নিরাপত্তা জোরদার করার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মিনিয়াপোলিসে বাড়তি জনবল নিয়োগের সাথে আরো ২ হাজার ন্যাশনাল গার্ড আর্মি মোতায়েনের কথা জানান মিনিয়াপোলিস পুলিশের মুখপাত্র জন এল্ডার। ইতোমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বাড়তি ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে।
লস এঞ্জেলেস পুলিশের ক্যাপ্টেন স্ট্যাসি স্পেল বলেন, বাড়তি জনবল নিয়োগ করা হচ্ছে লস এঞ্জেলেস জুড়ে। আমরা যে কোনো শান্তিপূর্ণ আন্দোলনকে সমর্থন করি। তবে এটি যেনো সহিংসতায় রূপ না নেয়, সেদিকে নজর রাখা হবে'।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন