নির্বাচন নিয়ে আরেক আপিল খারিজ সুপ্রিম কোর্টে
ছবি: এলএবাংলাটাইমস
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পাঁচ মাস পর নির্বাচন নিয়ে রিপাবলিকানদের করা এক আপিল খারিজ করেছে সুপ্রিম কোর্ট।
এর আগে নির্বাচনের ফল প্রকাশের পরই সুইং স্টেট উইসকনসিনের নির্বাচনী নিয়ম পালটানো বিষয়ে এ আপিল করেছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর সমর্থিত রিপাবলিকানরা৷
নির্বাচনের ফলাফল পাল্টানো বিষয়ে এখনো অনেক আপিল সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে। তবে ট্রাম্পের করা সব আপিলই এখন পর্যন্ত খারিজ হয়ে গেছে। নির্বাচনের ফল পাল্টে দিতে সুপ্রিম কোর্ট ট্রাম্পের হয়ে কোনো সুফল বয়ে আনবে না বলেই মনে করা হচ্ছে।
সর্বশেষ সোমবার ডোনাল্ড ট্রাম্পের করা আপিল সর্বশেষ খারিজ করার আগে আরো অনেক আপিল খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন