স্বাস্থ্যসেবা বাড়াতে বাইডেনকে ডেমোক্রেটিকদের চাপ
ছবি: এলএবাংলাটাইমস
আমেরিকান ফ্যামিলি প্ল্যানে স্বাস্থ্য সংক্রান্ত সেবা ও সুবিধা অন্তর্ভূক্ত করতে প্রেসিডেন্ট জো বাইডেনকে চাপ প্রয়োগ করছেন মধ্যপন্থী ডেমোক্রেটিকরা।
চলতি সপ্তাহে প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকার অর্থনীতি পুনরুদ্ধারে নেওয়া বিশাল পরিকল্পনার কথা জানাবেন। আর এই পরিকল্পনায় যেনো স্বাস্থ্য সেবা ও সুবিধা সংক্রান্ত প্রস্তাবনা থাকে, তা নিশ্চিত করতে ১৭ জন ডেমোক্রেটিক সিনেটর বাইডেনকে চিঠি পাঠিয়েছেন। এসব ডেমোক্রেটিকদের পক্ষে অন্যান্য আরো ডেমোক্রেটিকদের সমর্থন আছে।
জো বাইডেনের পরিকল্পনায় শিক্ষা, শিশু স্বাস্থ্যসেবা ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো রয়েছে। তবে ১৭ জন ডেমোক্রেটিক চাইছেন যে স্বাস্থ্য সেবা বিশেষ করে দন্ত, শ্রবণ এবং চক্ষু সংক্রান্ত সেবা ও সুবিধা এই পরিকল্পনার অংশ হিসেবে থাকুক।
ডেমোক্রেটিকদের মধ্যে স্বাস্থ্যসেবা নিয়ে দুইটি মত রয়েছে। একদল চাইছে মেডিকএইড ও মেডিকেয়ার এর মতো সুবিধাগুলো বর্ধিত করতে। অন্য আরেক দল ডেমোক্রেটিকরা চাইছেন অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট পরিবর্তন করতে৷
জো বাইডেনকে পাঠানো চিঠিতে ডেমোক্রেটিকদের এই প্যানেল লিখেন, '১৯৬৫ সালে সাবেক প্রেসিডেন্ট স্বাস্থ্যসেবার সংক্রান্ত নীতি স্বাক্ষরের পর থেকেই এটি সবচেয়ে সফল এবং জনপ্রিয় রাষ্ট্রীয় প্রোগ্রাম। এখন ৫৫ বছর আমেরিকার বয়স্ক বাসিন্দাদের জন্য স্বাস্থ্য সেবা সংক্রান্ত নীতিটির উন্নয়ন করা জরুরি'।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন