উইসকনসিনে বন্দুকধারীর গুলিতে ২ জনের মৃত্যু, আহত ১
ছবি: এলএবাংলাটাইমস
উইসকনসিনে বন্দুকধারীর গুলিতে দুইজনের মৃত্যু হয়েছে। এই হামলায় গুরুতর আহত হয়েছে অন্য আরেক ব্যক্তি।
পুলিশের গুলিতে হামলাকারীরও মারা গেছেন। এটি একটি পূর্বপরিকল্পিত হামলা বলে জানায় পুলিশ।
শনিবার (১ মে) উইসকনসিন ক্যাসিনো রেস্টুরেন্টে এই গোলাগুলির ঘটনা ঘটেছে।
ব্রাউন কাউন্টি শেরিফ লেফট্যানেন্ট কেভিন পওলক জানান, বন্দুকধারী ব্যক্তি একজন নির্দিষ্ট ব্যক্তিকে গুলি করার জন্য খুঁজছিলেন।
কেভিন পওলক জানান, ওই হামলাকারী নির্দিষ্ট এক ব্যক্তিকে খুঁজছিলেন। কিন্তু ওই ব্যক্তিকে না পেয়ে সে সহকর্মী ও বন্ধুদের উপর গুলি চালায়।
এখন পর্যন্ত হামলাকারী এবং হামলায় মৃত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
শেরিফ সূত্র মতে, হামলাকারীর সাথে রেস্টুরেন্টের কোনো সম্পর্ক রয়েছে। তবে সে এখানের সাবেক কর্মী কী না, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
অনেইডা ক্যাসিনোতে শনিবার রাত ৭টা ৩০ মিনিটে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ টুইটার বিবৃতিতে জানিয়েছে।
তবে রাত ১০টার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের বরাতে জানা যায়, গোলাগুলির সময় ক্যাসিনোতে নারকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। অন্তত ২০ থেকে ৩০ রাউন্ড গুলি চালায় হামলাকারী।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন