টেক্সাসে ভ্যান উল্টে মৃত ১০, আহত ২০
ছবি: এলএবাংলাটাইমস
টেক্সাসের হাইওয়েতে ভ্যান উল্টে ১০ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরো ২০ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (০৪ আগস্ট) টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটির (ডিপিএস) মুখপাত্র সার্জেন্ট নাথান ব্র্যান্ডলি এই তথ্য নিশ্চিত করেছেন।
ব্র্যান্ডলি বুধবার রাতে সংবাদ সম্মেলনে জানিয়েছে, সাদা একটি ফোর্ড প্যাসেঞ্জার ভ্যানে ৩০ জন লোক ছিল। হাইওয়েতে ভ্যানটি ডানদিকে মোড় কাটাতে যেয়ে একটি পুলের সাথে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়৷
ডিপিএস সূত্র জানায়, ভ্যানটি দ্রুত গতিতে চলছিল।
ভ্যানটিকে কেউ তাড়া করছিল না। দুর্ঘটনায় ভ্যানের চালকসহ নয়জনের তৎক্ষনাৎ মৃত্যু হয়।
ব্র্যান্ডলি এবং ব্রুকস কাউন্টি শেরিফ আরবিনো বেনি মার্টিনেজ জানান, ভ্যানের যাত্রীদের মধ্যে অধিকাংশই বৈধ কাগজপত্রহীন অভিবাসী।
দুর্ঘটনার পর থেকেই হাইওয়েতে যান চলাচল ধীর করা হয়েছে।
ডিপিএস এই ঘটনার তদন্ত করে দেখছে। সেই সাথে হতাহতদের নাম-ঠিকানা প্রকাশ হলে আত্মীয়দের জানানো হবে বলে জানায় কর্তৃপক্ষ।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন