নয় মাস পর যুক্তরাষ্ট্রে কমেছে গ্যাসোলিনের মূল্য
ছবি: এলএবাংলাটাইমস
যুক্তরাষ্ট্রে রেগুলার গ্রেড গ্যাসোলিনের দাম দুই সপ্তাহে প্রতি গ্যালনে গড়ে ২ সেন্ট করে কমেছে। প্রতি এক গ্যালন গ্যাসোলিনের বর্তমান বাজার মূল্য ৩ দশমিক ২৩ ডলার।
রবিবার (২৯ আগস্ট) ট্রিলবি লুন্ডবার্গ জরিপের পর জানায়, প্রায় নয় মাস পর যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের দাম কমেছে।
যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে গ্যাসোলিনের মূল্য সবচেয়ে বেশি স্যান ফ্রান্সিসকো বে এরিয়াতে ৪ দশনিক ৪৯ ডলার। আর সবচেয়ে কমে বিক্রি হচ্ছে লুইজিয়ানার ব্যাটনে ২ দশমিক ৭০ ডলার।
শুক্রবারের জরিপে দেখা গেছে, ডিজেলের গড় মূল্য গত সপ্তাহের থেকে কিছু সেন্ট কমে হয়েছে ৩ দশমিক ৩৪ ডলার।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন