পানির তোড়ে হাইওয়ে ধস: মৃত ২, আহত ১০
ছবি: এলএবাংলাটাইমস
মিসিসিপিতে পানির তোড়ে হাইওয়ে ধসে দুইজনের মৃত্যু হয়েছে ও দশজন আহত হয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (৩০ আগস্ট) রাতে মিসিসিপির লুসেডেল শহরের একটি হাইওয়ে ভেঙ্গে এই হতাহতের ঘটনা ঘটে।
মঙ্গলবার মিসিসিপি হাইওয়ে পেট্রোলের ট্রুপার ক্যাল রবার্টসন জানান, জর্জ কাউন্টির দুই-লেন হাইওয়ে ধসে যায়। তিনি বলেন, হারিকেন আইডার প্রভাবে ভারী বৃষ্টির ফলে এই ঘটনা ঘটেছে।
রবার্টসন জানান, হাইওয়ে ধসের এর ফাঁকা জায়গায় সাতটি বাহন পরে যায়। হাইওয়ে ভেঙ্গে গর্তটি ৫০ ফুট চওড়া ও ২০ ফুট গভীর আকার ধারণ করে।
তিনি বলেন, '২৩ বছরের কাজের অভিজ্ঞতায় আমি এমন কিছু দেখিনি'।
রবার্টসন জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
জর্জ কাউন্টি শেরিফ অফিস সূত্র জানায়, মিসিসিপি ও লুইজিয়ানার মধ্যে মূল সংযোগ পথ ছিল এই হাইওয়ে।
হারিকেন আইডার প্রভাবে মিসিসিপিতে বেশ জোরালো বৃষ্টিপাত হচ্ছে। এর আগে রবিবার লুইজিয়ানায় চার মাত্রার হারিকেন আইডা আঘাত হানে। পরে সেটি শক্তি হারিয়ে টেনেসের দিকে অগ্রসর হয়।
পাওয়ারআউটেজ ডট ইউএসের সূত্রমতে, মিসিসিপির ৫৮ হাজার বাসিন্দা এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন