টেক্সাসের গর্ভপাত আইনের পক্ষে রায় দিলো সুপ্রিম কোর্ট
ছবি: এলএবাংলাটাইমস
সুপ্রিম কোর্ট টেক্সাসের একটি বিতর্কিত গর্ভপাত আইনকে অনুমতি দিচ্ছে যার কারণে টেক্সাসের বেশিরভাগ নারী গর্ভপাত করার অধিকার হারাবে। এই নিয়ে বিচারপতিদের মধ্যে গভীর বিভেদ লক্ষ্য করা গিয়েছে।
আদালত বৃহস্পতিবার সকালে গর্ভপাতের পক্ষপাতী ও অন্যান্যদের করা জরুরী আপিলকে ৫-৪ ভোটের ভিত্তিতে খারিজ করে দিয়েছে। গর্ভপাতের পক্ষপাতীরা উক্ত আপিল দ্বারা বুধবার থেকে টেক্সাসে কার্যকর হওয়া আইনটির প্রয়োগ বন্ধ করতে চেয়েছিলো।
রিপাবলিকান গভর্নর গ্রেগ এবোট মে মাসে উক্ত আইনটি সই করেন। আইনটির অধীনে, চিকিৎসকরা কার্ডিয়াক ক্রিয়াকলাপ সনাক্ত করতে পারলে গর্ভপাত করা নিষিদ্ধ হয়ে যাবে। মূলত গর্ভধারণের ছয় সপ্তাহের মধ্যে কার্ডিয়াক ক্রিয়াকলাপ সনাক্ত করা যায় ও এই সময়ের পূর্বে অধিকাংশ নারী জানতেই পারেন না যে তাঁরা গর্ভবতী।
সুপ্রিম কোর্ট বলে, ‘এই সিদ্ধান্তে পৌঁছানোর সময়, আমরা জোড় দিয়ে বলতে চাই যে আমরা আবেদনকারীদের মামলার মূল দাবি সমাধানের চেষ্টা করছি না। বিশেষ করে, এই আদেশ টেক্সাসের আইনের সাংবিধানিকতার ওপরে ভিত্তি করে দেওয়া হয়নি। এই সিদ্ধান্ত টেক্সাসের অন্যান্য আইনের পদ্ধতিগত চ্যালেঞ্জগুলোকে সীমাবদ্ধ করে না।‘
প্রধান বিচারপতি জন রবার্টস, বিচারপতি স্টিফেন ব্রেয়ার, বিচারপতি সোনিয়া সোটোমোয়ার এবং বিচারপতি এলেনা কাগান এই ব্যাপারে ভিন্নমত পোষণ করেন।
টেক্সাসের আইনপ্রণেতারা ফেডারেল আদালতের পর্যালোচনা এড়াতে আইনটি ভিন্নভাবে লিখেছেন। আইন অনুসারে, বেসরকারী নাগরিকরা রোগী ব্যতীত গর্ভপাতের সাথে জড়িত যে কোন ব্যক্তির বিরুদ্ধে রাজ্য আদালতে মামলা করতে পারবে। অন্যান্য গর্ভপাত সম্পর্কিত আইন রাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের দ্বারা প্রয়োগ করা হবে।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন