মার্কিনীসহ আরো ২০০ বাসিন্দাকে দেশ ছাড়তে দিচ্ছে তালেবান
ছবি: এলএবাংলাটাইমস
আফগানিস্তানে থেকে যাওয়া ২০০ বেসামরিক মার্কিনী ও তৃতীয় বিশ্বের নাগরিকদের দেশ ছাড়তে দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে তালেবান কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করে জানান, কাবুল এয়ারপোর্টে চার্টার ফ্লাইটে করে উদ্ধার কার্যক্রম শেষ হওয়ার পরও ওই বাসিন্দারা আফগানিস্তানে রয়ে যায়।
তালেবান কর্তৃপক্ষ জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রের স্পেশাল রিপ্রেজেনটেটিভ যালমে খালিজাদের তত্ত্বাবধানে এই বিষয়ে এক মতে পৌঁছেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ২০০ বাসিন্দা আফগানিস্তান থেকে রওনা দিতে পারে। তবে মাজার-ই-শরিফে আটকে যাওয়া বাসিন্দাদেরই উদ্ধার করা হচ্ছে কী না, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন