ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে ঘূর্ণিঝড় স্যাম
ছবি: এলএবাংলাটাইমস
শনিবারে (২৫ সেপ্টেম্বর) আটলান্টিক মহাসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় স্যাম ক্যাটাগরি-৪ ঘূর্ণিঝড়ের সমান শক্তি লাভ করেছে।
শনিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি ক্যারিবিয়ান সাগরের উত্তর লিওয়ার্ড দ্বীপপুঞ্জের ১ হাজার ৬৫৫ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছিলো। ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৭ কিলোমিটার বেগে এগোচ্ছিলো। ঘূর্ণিঝড়টির জন্য উপকূলে কোন সতর্কবার্তা দেওয়া হয়নি।
ইউএস ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানায়, ঘূর্ণিঝড়টির বাতাসের বেগ ঘণ্টায় সর্বোচ্চ ২২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছিয়েছে। এটি বৃদ্ধি পেয়ে ঘণ্টায় ২৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।
কর্মকর্তারা জানান, ঘূর্ণিঝড়টির কারণে লেসার এন্টিলিস অঞ্চলে জলোচ্ছ্বাস দেখা যেতে পারে।
অপরদিকে বারমুডার উত্তরে তৈরি হওয়া মৌসুমি ঝড় তেরেসা ধীরে ধীরে শক্তি হারাচ্ছে।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন