টেক্সাসের স্কুল ডিস্ট্রিক্টে ছেলেদের লম্বা চুল নিষিদ্ধ, শিক্ষার্থীদের মামলা
ছবি: এলএবাংলাটাইমস
স্কুলের ড্রেস কোডে ছেলেদের লম্বা চুল রাখা নিষিদ্ধ করায় একটি টেক্সাস স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা করলেন সাত শিক্ষার্থী।
ওই মামলায় অভিযোগ করা হয় যে, লম্বা চুল রাখার কারণে ৯ বছরের ছেলেকে এক মাসের জন নিষিদ্ধ করে, ছুটি বন্ধ করে এবং স্বাভাবিক লাঞ্চ বিরতি বাতিল করে।
এই কারণে এই ছেলেসহ ৭ থেকে ১৭ বছরের সাতজন শিক্ষার্থী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ তুলে দাবি করে যে স্কুলটি সংবিধান লংঘন করেছে এবং লিঙ্গ বৈষম্যের ক্ষেত্রে ফেডারেল আইন অমান্য করেছে।
স্কুল ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২১ অক্টোবর) জানিয়েছে, তারা বিষয়টির আইনগত পর্যালোচনা শুরু করেছে।
স্কুল ডিস্ট্রিক্ট এর মুখপাত্র ডেনিস মেয়ার্স এক ইমেইল বিবৃতিতে জানান, ম্যাগনোলিয়া ইন্ডিপেন্ডেন্ট স্কুল ডিস্ট্রিক্ট এর মতামতকে আমরা সম্মাবন করি, তেমনি প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
হোস্টন থেকে ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে এই স্কুলটির অবস্থান। সেখানে ১৩ হাজার শিক্ষার্থী রয়েছে। এই বিষয়ে স্কুল ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
স্কুল ডিস্ট্রিক্টের ড্রেস কোড অনুসারে, ছেলেরা চোখ ঢেকে যায়, কান ঢেকে যায় বা কলার ঢেকে যায় এমন বড় চুল রাখতে পারবে না। এই নির্দেশনাটি বাস্তনায়নের সময় ম্যাগনোলিয়া স্কুল ডিস্ট্রিক্ট জানায়, কমিউনিটির মূল্যবোধ রক্ষার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের পক্ষে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন অব টেক্সাস বৃহস্পতিবার এই মামলা দায়ের করে বলে, লিঙ্গ বৈষম্যের কারণে শিক্ষার্থীদের মানবিক দৃষ্টিকোণ মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ওই মামলায় লম্বা চুল রাখার দায়ে ছয়টি ছেলেকে ও একটি নন-বাইনারি শিশুকে শাস্তি দেওয়ার পরিপূর্ণ বর্ণনা উল্লেখ করা হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন