আইডাহো রাজ্যের শপিংমলে বন্দুক হামলা, নিহত ২ ও আহত ৬
ছবি: এলএবাংলাটাইমস
সোমবার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে আইডেহো রাজ্যের বইস শহরের একটি শপিংমলে একটি বন্দুক হামলা ঘটেছে। এতে ২ জন নিহত ও কমপক্ষে ৬ জন আহত হয়েছে। হামলাকারী সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবারে হঠাত করেই শপিংমলটিতে হামলাটি ঘটে। এতে শপিংমলটির ভিতরে ও বাইরে আতংক ছড়িয়ে পড়ে। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় ও শপিংমলটি ঘিরে ফেলে। উদ্ধার অভিযান চালানোর পূর্বেই অনেকে আহত হয়। এখন পর্যন্ত ৬ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
বইস পুলিশ বিভাগের প্রধান রায়ান লি বলেন, খুবই ভয়াবহ একটি সময় পার করলাম। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বড় ধরনের হামলা থেকে রক্ষা করা গেছে। আমাদের নিরাপত্তা বাহিনীর অত্যন্ত দক্ষতার সাথে আটকে পড়াদের উদ্ধার করেছে। বইস শহরের মেয়র নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তদন্তকার্যে এফবিআইও যোগ দিবে বলে জানা গিয়েছে।
ঘটনাস্থল থেকে হামলাকারী সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, এখনো হামলাটি কেন ঘটেছে তা জানা যায়নি।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন