আট কিউবান কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করলো মার্কিন যুক্তরাষ্ট্র
ছবি: এলএবাংলাটাইমস
বৃহস্পতিবারে মার্কিন যুক্তরাষ্ট্র আটজন কিউবান কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, এই আটজন কর্মকর্তা জুলাই মাসের শান্তিপূর্ন প্রতিবাদকারীদের ওপর অত্যাচার চালিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেন বলেন,’ এই আটজন কিউবান কর্মকর্তা গত জুলাই মাসের শান্তিপূর্নভাবে প্রতিবাদকারীদের গ্রেফতার ও তাদের ওপর হওয়া অত্যাচারের সাথে সংযুক্ত ছিলেন। তাঁরা অত্যাচারের মাধ্যমে সাধারণ কিউবানদেরকে চুপ করিয়ে দিতে চান।‘ ব্লিনকেন ওই আটজন কিউবান কর্মকর্তার পরিচয় প্রকাশ করেননি।
২০২১ সালের জুলাই মাসে কিউবা বৃহৎ প্রতিবাদ ঘটে। এরপূর্বে এরকম প্রতিবাদ ১৯৫৯ সালে ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে ঘটেছিলো।হাজার হাজার মানুষ খাদ্য, ওষুধ, বস্ত্রের মত ইত্যাদি মৌলিক পনের পাশাপাশি নাগরিক অধিকারের দাবিতে রাস্তায় জড়ো হয়। শতশত মানুষকে কিউবান সরকার প্রতিবাদে অংশগ্রহন করার অভিযোগে গ্রেফতার করে।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন