বাইডেন প্রশাসনের জারিকৃত ভ্যাকসিন ম্যান্ডেট স্থগিত করলো সুপ্রিম কোর্ট
ছবি: এলএবাংলাটাইমস
বৃহৎ প্রতিষ্ঠানের কর্মীদের উপর জারিকৃত প্রেসিডেন্ট জো বাইডেনের ভ্যাকসিন ম্যান্ডেট স্থগিত করে দিয়েছে ইউএস সুপ্রিম কোর্ট।
এর আগে প্রেসিডেন্ট জো বাইডেন বৃহৎ প্রতিষ্ঠানের কর্মীদের টিকা গ্রহণ করতে বা সপ্তাহে দুইদিন করোনা পরীক্ষা করতে নির্দেশনা জারি করেন।
তবে সুপ্রিম কোর্টের বিচারক জানান, এই ম্যান্ডেট জারি করা বাইডেন প্রশাসনের এখতিয়ারের বাইরে।
বাইডেনের নির্দেশনা বাতিল করে সুপ্রিম কোর্ট আরও সংকীর্ণ ভ্যাকসিন ম্যান্ডেট প্রস্তাবনা করেন। সরকারি অর্থায়নে পরিচালিত হেলথ কেয়ার ফ্যাসিলিটিতে এই সুবিধা পাওয়া যাবে৷
এর আগে জারিকৃত ভ্যাকসিন ম্যান্ডেটের মাধ্যমে করোনা মহামারি নিয়ন্ত্রণে কার্যকর হবে বলে আশা করছিলেন বাইডেন প্রশাসন।
এদিকে সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এক বিবৃতিতে বলেন, 'সুপ্রিম কোর্টকে ধন্যবাদ এই ম্যান্ডেট বাতিল করার জন্য, এটি আমাদের অর্থনীতিকে আরও ক্ষতির মুখে ফেলতো'।
তিনি বলেন, 'সুপ্রিম কোর্ট আমাদের এর থেকে রক্ষা করেছে, তাই আমরা গর্বিত'।
এদিকে প্রশাসনের কর্মীদের উপর ভ্যাকসিন ম্যান্ডেট জারি থাকবে। তাঁদের টিকা বা মাস্ক পরিধান ও সপ্তাহে দুইদিন করোনা পরীক্ষা করাতে হবে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন