গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ
যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক পদে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি নুসরাত চৌধুরী
ছবি: এলএবাংলাটাইমস
যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের বিচারক পদের জন্য মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নুসরাত চৌধুরী (৪৪) । বুধবার (১৯ জানুয়ারি) প্রেসিডেন্ট জো বাইডেন এই মনোনয়ন ঘোষণা করেন।
মূলত বাইডেন প্রশাসন ফেডারেল বিচারক আসনে বৈচিত্র্য আনতে চাইছেন। ক্ষমতায় বসার পর থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নারীদের পাশাপাশি ভিন্ন বর্ণের ও বংশোদ্ভূতদের নিযুক্ত করছেন বাইডেন।
যদি সিনেটে প্রেসিডেন্ট জো বাইডেন মনোনীত নুসরাত চৌধুরীর নাম চূড়ান্তভাবে অনুমোদন হয়, তবে মার্কিন বিচার বিভাগে নুসরাত চৌধুরীই প্রথম বাংলাদেশি আমেরিকান ও দ্বিতীয় মুসলিম বিচারক হবেন। তাঁকে নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক পদের জন্যে সুপারিশ করা হয়েছে এবং সেখানেই তিনি তাঁর দায়িত্ব পালন শুরু করবেন।
বর্তমানে যুক্তরাষ্ট্রের বৃহত্তম নাগরিক অধিকার বিষয়ক সংস্থা আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) ইলিনয় রাজ্য শাখার আইনবিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন নুসরাত চৌধুরী।
২০০৮ সাল থেকে জাতীয় এসিএলইউতে কাজ করেছেন তিনি। এসিএলইউর রেসিয়াল জাস্টিস প্রোগ্রামের উপ-পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
ফেডারেল জুডিশিয়ারি হিসেবে বাইডেন প্রশাসন কর্তৃক ৬২ জন নারী মনোনীত হয়েছেন। নতুন মনোনীত আটজনের মধ্যে সাতজনই নারী। এদের মধ্যে দুইজন কৃষ্ণাঙ্গ, একজন তাইওয়ানিজ মাইগ্রেন্ট, একজন আমেরিকান এশিয়ান, একজন ল্যাটিনা এবং একজন এশিয়ান আমেরিকান, ল্যাটিনা এবং শ্বেতাঙ্গ রয়েছেন। মনোনীতদের তিনজন সিভিল রাইটস আইনজীবী, দুইজন লেবার আইনজীবী এবং দুইজন পাবলিক ডিফেন্ডার।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন