গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ
কাতারের আমীরের সাথে সাক্ষাৎ করবেন জো বাইডেন
ছবি: এলএবাংলাটাইমস
চলতি সপ্তাহেই হোয়াইট হাউজ সফরে আসছেন কাতারের আমীর শেখ তামিম ইবনে হামাদ আল থানী। এর মাধ্যমে এই প্রথম প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কাতারের শাসকের মুখোমুখি বৈঠক হবে।
হোয়াইট হাউজ জানিয়েছে, এই বৈঠকের মাধ্যমে বিশ্বব্যপী জ্বালানী তেলের সরবরাহ অব্যাহত রাখার পাশাপাশি তা স্থিতিশীল করার ব্যাপারে উভয় পক্ষই কথা বলবে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলএনজি সরবরাহকারী রাষ্ট্র হিসেবে জ্বালানীর বাজারে কাতারের প্রভাব অনেক। জ্বালানী গ্যাসের জন্য রাশিয়ার বিকল্প হিসেবে কাতারকে ইউরোপের কাছে উপস্থাপন করতে চায় যুক্তরাষ্ট্র।
এছাড়া, কাতারের সাথে বৈঠক ও সম্পর্ক স্থাপনের মাধ্যমে আফগানিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায় যুক্তরাষ্ট্র। বিগত মাসে দোহায় অনুষ্ঠিত তালেবান ও মার্কিন বৈঠকের মাঝে মধ্যস্থাকারী হিসেবে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলো।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন