অনুষ্ঠিত হলো পুতিন-বাইডেনের মাঝে ফোনালাপ
ছবি: এলএবাংলাটাইমস
রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মাঝে ইউক্রেন সীমান্তে রাশিয়ান সেনা মোতায়েন নিয়ে একটি ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। হোয়াইট হাউজ জানিয়েছে, যদি রাশিয়া ইউক্রেনে হামলা চালায় তাহলে সেটির খেসারত রাশিয়াকে দিতে হবে। অপরদিকে, ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অহেতুক ভয় পাচ্ছে।
হোয়াইট হাউজ এক বিবৃতিতে বলে,’রাশিয়া ইউক্রেনে হামলা করলে, মার্কিন যুক্তরাষ্ট্র ও তাঁর মিত্ররা রাশিয়াকে কড়া জবাব দিবে।‘
অপরদিকে ক্রেমলিন জানিয়েছে, পুতিন বাইডেনকে বলেছেন যে পশ্চিমাদেশগুলো রাশিয়ার মূল উদ্বেগ্নের ব্যাপার নিয়ে আলোচনা করছে না। পুতিন বলেছেন যে রাশিয়ান হামলার আশঙ্কা পুরোপুরি অমূলক ও এইরকম গুজব ছড়িয়ে পড়লে তা পরবর্তীতে বিধ্বংসী রুপ নিতে পারে।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন