অবৈধ অভিবাসন দমনে হন্ডুরাস ও উগান্ডার সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেরত চুক্তি
আসিয়ানের নেতাদের সাথে দেখা করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
ছবি: এলএবাংলাটাইমস
বৃহস্পতিবার (১২ মে) অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) এর নেতারা হোয়াইট হাউসের শীর্ষ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেনের সাথে দেখা করবেন।
৪৫ বছরের মধ্যে প্রথমবারের মতো আসিয়ান নেতাদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়েছে । আসিয়ানের নেতারা শেষবার মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ২০১৬ সালে। তখন তারা ক্যালিফোর্নিয়ার সানিল্যান্ডস খামারে তৎকালীন রাষ্ট্রপতি বারাক ওবামার সাথে দেখা করেছিলেন।
এবার অবশ্য ১০ দেশের ১০ নেতার পরিবর্তে ৮ জন এই সামিটে অংশগ্রহণ করবে।
ফিলিপাইন নতুন রাষ্ট্রপতি বাছাই করার জন্য এই সপ্তাহে নির্বাচনের মাঝে রয়েছে। মায়ানমারের সামরিক শাসক সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং গনতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা অং সান সুচিকে সরিয়ে ক্ষমতা দখল করায় তাঁকে এই অনুষ্ঠান থেকে নিষিদ্ধ করা হয়েছে।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন