অবৈধ অভিবাসন দমনে হন্ডুরাস ও উগান্ডার সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেরত চুক্তি
এমএসএনবিসিতে যোগদান করলেন জেন সাকি
ছবি: এলএবাংলাটাইমস
অবশেষে এমএসএনবিসিতে যোগদান করছেন প্রাক্তন হোয়াইট হাউজ প্রেস সেক্রেটারি জেন সাকি। মঙ্গলবারে (২৪ মে) এই তথ্য নিশ্চিত করে গণমাধ্যম।
এই মাসের শুরুর দিকে সাকি হোয়াইট হাউজের চাকরি থেকে অব্যাহতি নেন। সাকি এখন এমএসএনবিসির বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পরবর্তীতে সে এমএসএনবিসিতে নিজস্ব একটি রাজনৈতিক অনুষ্ঠান পরিচালনা করবেন। নতুন টিভি অনুষ্ঠানতে সাকি নিজের দীর্ঘ অভিজ্ঞতা এবং আলাদা দৃষ্টিভঙ্গি দিয়ে বিভিন্ন রাজনৈতিক ইস্যুকে তুলে ধরবেন। সাকি জানান যে তিনি তাঁর ভবিষ্যৎ নিয়ে অনেক কৌতুহলী এবং উৎসাহ অনুভব করছেন।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন