অবৈধ অভিবাসন দমনে হন্ডুরাস ও উগান্ডার সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেরত চুক্তি
সুপ্রিম কোর্ট বিচারক হত্যাচেষ্টা, আটক ১
ছবি: এলএবাংলাটাইমস
সুপ্রিম কোর্টের বিচারক ব্রেট কাভানঘকে হত্যাচেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ার ১ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাকে কাভানঘের বাড়ির কাছ থেকেই আটক করা হয়।
আদালতের নথিসূত্র জানায়, হত্যা চেষ্টাকারীর নাম নিকোলাস জন রস্কি (২৬)। সে সুপ্রিম কোর্টের বিচারক ব্রেটকে পিস্তল এবং টেকটিক্যাল নাইফ নিয়ে হত্যার পরিকল্পনা করে।
যুক্তরাষ্ট্রে গর্ভপাত আইন নিয়ে মার্কিনীদের মধ্যে বিভেদ রয়েছে। এই ইস্যুকে কেন্দ্র করে ইতোমধ্যে সুপ্রিম কোর্টে বিচারকদের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
ইউএস ডিস্ট্রিক্ট কোর্টের অ্যাফিডেভিট ফিল্ডের তথ্য অনুসারে, সুপ্রিম কোর্ট বিচারকের বাড়ির সামনে দুই ডেপুটি রস্কিকে তল্লাশীর পর আটক করে।
রস্কি একটি স্যুটকেস ও ব্যাকপেক নিয়ে রাস্তায় হাঁটতে বের হয়। এর পরই স্থানীয় ইমার্জেন্সি সার্ভিসে কল দিয়ে জানায় যে তার সুইসাইডাল মনোভাব হচ্ছে এবং সুপ্রিম কোর্টের বিচারপতিকে সে হত্যার ইচ্ছা পোষণ করছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন