অবৈধ অভিবাসন দমনে হন্ডুরাস ও উগান্ডার সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেরত চুক্তি
হাউজ অব রিপ্রেজেনটেটিভে বন্দুক নিয়ন্ত্রন আইন পাশ
ছবি: এলএবাংলাটাইমস
সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বন্দুক সহিংসতার জেরে বুধবার একটি বৃহৎ পরিসরের গান কন্ট্রোল বিল পাশ করেছেন দ্য হাউজ অব রিপ্রেজেনটেটিভ।
পাশকৃত বিলে সেমি-অটোম্যাটিক রাইফেল ক্রয়ের ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং ১৫ রাউন্ডের বেশি ক্যাপাসিটি ম্যাগাজিন বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।
বিলটি ২২৩-২০৪ ভোটে হাউজ অব রিপ্রেজেনটেটিভে পাশ হয়েছে। তবে সিনেটে এই বিল পাশ হওয়ার তেমন সম্ভাবনা নেই। সিনেটররা মেন্টাল হেলথ প্রোগ্রাম, স্কুল সিকিউরিটি এবং ব্যাকগ্রাউন্ড চ্যাকের মতো বিষয় নিয়ে আলোচনা করছে।
রিপাবলিকান টেড লুই বলেন, '২১ বছরের কম বয়সী কাউকে বন্দুক কিনতে দেওয়া উচিত নয়। এআর-১৫ এর মতো অস্ত্রগুলো যুদ্ধে ব্যবহৃত হয়'।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন