গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ
আন্তর্জাতিক ভ্রমণকারীদের প্রয়োজন নেই করোনা নেগেটিভ সনদ
ছবি: এলএবাংলাটাইমস
আন্তর্জাতিক ভ্রমণকারীদের উপর আরোপিত করোনা নেগেটিভ সনদ প্রদর্শনের বাধ্যবাধকতা তুলে দিয়েছে যুক্তরাষ্ট্র। এখন বিমানে চড়ার আগে করোনা নেগেটিভ সনদ প্রয়োজন হবে না বলে জানায় স্বাস্থ্যকর্মকর্তারা৷
আগামী রবিবার ১২টার পর থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে। ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে ভ্রমণে আর করোনা সম্পর্কিত বাধ্যবাধকতার প্রয়োজন নেই৷
তবে সিডিসি জানায়, কোনো ভ্রমণার্থী যদি সাম্প্রতিক সময়ে করোনা আক্রান্ত কোনো ব্যক্তির সংস্পর্শে আসে, তবে ভ্রমণের আগে-পরে করোনা টেস্ট করানো উচিত।
আপাতত ৯০ দিনের জন্য এই করোনা বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে৷ পরবর্তী পদক্ষেপ সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে নেওয়া হবে৷
ইউএস ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেসের সেক্রেটারি জাভিয়ের বেকেরা বলেন, করোনা পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করতে পারায় এই সিদ্ধান্ত নেওয়া সহজ হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন