মিসৌরিতে ট্রেন লাইনচ্যুত হয়ে মৃত ৩, আহত অন্তত ৫০
ছবি: এলএবাংলাটাইমস
মিসৌরিতে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে এবং কয়েক ডজন যাত্রী আহত হয়েছেন। একটি ট্রাকে ধাক্কা লেগে লাইনচ্যুতের ঘটনা ঘটে বলে জানায় কর্তৃপক্ষ।
লস এঞ্জেলেস-শিকাগো রুটের ট্রেনটিতে ২৪৩ জন যাত্রী ছিল। মেনডন শহরের একটি রেল ক্রসিং এর কাছে লাইন থেকে ট্রেনটির চ্যুতি ঘটে।
মিসৌরি হাইওয়ে পেট্রোল কর্তৃপক্ষ জানায়, ট্রেনের ২ যাত্রী ও ট্রাকে থাকা একজনের মৃত্যু হয়েছে। স্থানীয় অ্যাম্বুলেন্স সূত্র জানাচ্ছে যে এতে অন্তত ৫০ জন আহত হোন।
এক বিবৃতিতে দ্য ইউএস ন্যাশনাল রেল অপারেটর অ্যামট্রাক জানায়, লস এঞ্জেলেস থেকে 'সাউথওয়েস্ট চিফ' নামের ট্রেনটি শিকাগোর দিকে যাচ্ছিল। পাবলিক ক্রসিংয়ের এক স্থানে একটি ট্রাক আটকে সেটিতে ট্রেন ধাক্কা লাগে।
এলএবাংলাটাইমস/ওএম
								
 										
										নিজস্ব প্রতিবেদক 									
 								
							
									
									
 
 
												
												
												
												
													
												
													
												
													
												
													
												
													
												
													
												
শেয়ার করুন