ন্যাটোর সম্মেলনে যোগ দিচ্ছেন বাইডেন
ছবি: এলএবাংলাটাইমস
মঙ্গলবারে (২৮ জুন) প্রেসিডেন্ট জো বাইডেন ন্যাটোর সম্মোলনের জন্য স্পেনে অবতরণ করেছেন। ইউক্রেন যুদ্ধের আগামী ধাপের পরিকল্পনা এবং রক্ষণাত্মক কৌশলের আলোচনার জন্য এই সম্মোলন ডাকা হয়েছে।
আশা করা হচ্ছে, দুইদিন ব্যাপী এই সম্মোলনে ন্যাটোর সকল সদস্য উপস্থিত হয়ে সংঘবদ্ধ পরিকল্পনায় লিপ্ত হবে। স্নায়ুযুদ্ধেরপর এই প্রথম ন্যাটো এত বৃহৎ পরিসরে সামরিক কৌশল নিয়ে আলোচনা করবে।
জার্মানিতে জি-৭ এর বৈঠক শেষে বাইডেন স্পেনে এসেছেন। ন্যাটো ইউক্রেন যুদ্ধের গতি ইউক্রেনের অনুকূলে আনার জন্য এবং রাশিয়াকে ইউক্রেন থেকে পিছু হটানোর জন্য প্রস্তুতি নিচ্ছে।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
								
 										
										নিজস্ব প্রতিবেদক 									
 								
							
									
									
 
 
												
												
												
												
													
												
													
												
													
												
													
												
													
												
													
												
শেয়ার করুন