অবৈধ অভিবাসন দমনে হন্ডুরাস ও উগান্ডার সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেরত চুক্তি
আলোচনা বন্ধ করে ‘দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ’ নিয়েছে চীন: ব্লিঙ্কেন
ছবি: এলএবাংলাটাইমস
যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের মূল পথগুলো বন্ধ করার মধ্য দিয়ে চীন ‘দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ’ নিয়েছেন বলে অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। একই সঙ্গে তিনি বলেছেন, তাইওয়ানের প্রতি চীনের পদক্ষেপ এটাই দেখিয়েছে যে দেশটি শান্তিপূর্ণ সমাধানকে অগ্রাধিকার দেওয়ার অবস্থান থেকে সরে শক্তি প্রয়োগের দিকে হেঁটেছে।
সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের জেরে উত্তেজনা চরমে ওঠে। তাইওয়ানের চারপাশ ঘিরে সামরিক মহড়া শুরু করে চীন। এ পরিস্থিতিতে আজ শনিবার ফিলিপাইনের রাজধানী ম্যানিয়ায় এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে তাইওয়ান সফরের পর পেলোসির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে চীন। প্রতিরক্ষা, মাদক চোরাচালান, আন্তর্জাতিক অপরাধ দমন, জলবায়ুসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করেছে তারা। এ নিয়ে অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, আটটি ইস্যুতে আলোচনা বন্ধের ফল শুধু যুক্তরাষ্ট্রই নয়, বরং সারা বিশ্বই ভোগ করবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন সামরিক যোগাযোগের একাধিক ‘চ্যানেল’ বন্ধ করেছে বলে জানান করেন অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেন, এগুলো ভুল–বোঝাবুঝি ও সংকট এড়াতে খুবই গুরুত্বপূর্ণ। এ সময় জলবায়ু পরিবর্তন নিয়ে তিনি বলেন, জলবায়ু ইস্যুতে সহযোগিতা বন্ধ করে চীন শুধু যুক্তরাষ্ট্রকেই সাজা দিচ্ছে না, পুরো বিশ্বকে সাজা দিচ্ছে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোকে।
এলএবাংলা টাইমস /এজেড
শেয়ার করুন