গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ
পেনসিলভেনিয়ায় গাড়ি হামলায় মৃত ১, আহত ১৭
ছবি: এলএবাংলাটাইমস
পেনসিলভেনিয়ায় শনিবার সন্ধ্যায় একটি ইভেন্টে গাড়ি হামলা চালিয়ে ১ জনকে হত্যা এবং ১৭ জনকে আহত করেছে এক ব্যক্তি। পেনসিলভেনিয়া স্টেটস পুলিশ আরও জানায়, গাড়ি চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় আরেক নারীকেও গাড়ি ধাক্কা দিয়ে হত্যা করে সে।
পুলিশ জানিয়েছে, গাড়ি চাপা দিয়ে হত্যাকারীর নাম আদ্রিয়ান ওসওয়াল্ডো সুরা রেয়েস (২৪)। তাকে এই হামলার পরপরই আটক করা হয়েছে ও দুইটি হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, রেয়েসকে বর্তমানে কলুম্বিয়া কাউন্টি কারেকশনাল ফ্যাসিলিটিতে বিনা জামিনে আটক রাখা হয়েছে।
ঘটনাসূত্র জানা গেছে, গত সপ্তাহে অগ্নিকাণ্ডে মৃত ১০ জনের পরিবারের জন্য ফান্ডরাইজিং ইভেন্টের জন্য অনেকে জড়ো হয়। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইভেন্টে আগতদের উপর গাড়ি হামলা চালায় রেয়েস।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন