অবৈধ অভিবাসন দমনে হন্ডুরাস ও উগান্ডার সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেরত চুক্তি
শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ঋণ মওকুফ
ছবি: এলএবাংলাটাইমস
কয়েক দশক ধরে উচ্চশিক্ষা খাতের শিক্ষার্থীরা ঋণগ্রস্ত হয়ে পড়ায় মার্কিন শিক্ষার্থীরা ঋণ মওকুফের দাবি জানিয়ে আসছিলেন।
তাদের এ দাবির প্রেক্ষাপটে ব্যবস্থা নিয়েছে বাইডেন প্রশাসন। প্রেসিডেন্ট জো বাইডেন শিক্ষার্থীদের নেওয়া ঋণের অন্তত ১০ হাজার ডলার মওকুফের ঘোষণা দিয়েছেন।
বাইডেনের এ সিদ্ধান্তের প্রশংসা করেছেন দেশটির অধিকারকর্মী ও আইন প্রণেতারা। তবে তাঁরা বলছেন এ পদক্ষেপ যথেষ্ট নয়।
নিম্ন আয়ের পরিবারের অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীরা ২০ হাজার ডলারের ঋণ মওকুফ পাবেন। আর যাঁরা ওই অনুদান পাননি, তাঁরা ১০ হাজার ডলার ঋণ মওকুফের সুবিধা পাবেন।
বুধবার (২৪ আগস্ট) এক টুইট বার্তায় বাইডেন এসব কথা বলেন। তবে এখানে একটি শর্তযুক্ত করে দেওয়া হয়েছে। এতে বলা হয়, এ সুবিধা তাঁরাই পাবেন, যাঁদের বার্ষিক আয় ১ লাখ ২৫ হাজার ডলারের কম।
হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, চাহিদাসম্পন্ন পরিবারের সদস্যরা এ সুবিধাগুলো পাবেন, যাঁদের এটির সবচেয়ে বেশি প্রয়োজন। কর্মজীবী ও মধ্যবিত্ত মানুষ মহামারির সময় কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন