অবৈধ অভিবাসন দমনে হন্ডুরাস ও উগান্ডার সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেরত চুক্তি
ভুয়া ব্যবসা দেখিয়ে লোন উত্তোলন, কারাগারে ১
ছবি: এলএবাংলাটাইমস
ভুয়া ব্যবসা দেখিয়ে সরকার প্রদত্ত কোভিড-১৯ পে-চ্যাক প্রোটেকশন প্রোগ্রাম (পিপিপি) লোন গ্রহণ করায় ব্লুমিংটন-নরমাল এলাকার এক বাসিন্দাকে কারাগারে পাঠানো হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতারক ব্যক্তির নাম উইজলি ফুলারলাভ (২০)। তার বিরুদ্ধে প্রতারণা ছাড়াও অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
ফুলারলাভকে একজন বিচারক ১০ হাজার থেকে ১ লাখ ডলার প্রতারণা মামলা এবং আরও দুইটি ওয়্যার ফ্রড মামলায় অভিযুক্ত করেছে। এর জন্য ১৫ বছরের অধিক কারাদণ্ড হতে পারে।
প্রোপাবলিকিয়া নামের একটি সংস্থা জানিয়েছে, ২০২১ সালের এপ্রিল মাসে ফুলারলাভ ২০ হাজার ৮৩৩ ডলার ভুয়া ব্যবসা দেখিয়ে উত্তোলণ করে। পরের বছর মধ্য অক্টোবরে সেই দেনা মওকুফ করে দেওয়া হয়।
ফুলারলাভ কনস্ট্রাকশন, মাইনিং, ফরেস্ট্রি ম্যাশিনারি এবং ইকুইপমেন্ট রেন্টাল এবং লিজিং- এর ব্যবসা দেখিয়ে এই লোন উত্তোলন করে।
তদন্তকারী দল জানিয়েছে, ফুলারলাভের ব্যবসাটি ভুয়া এবং সে ভুয়া তথ্য দিয়ে লোনের আবেদন করেছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন