অবৈধ অভিবাসন দমনে হন্ডুরাস ও উগান্ডার সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেরত চুক্তি
আমেরিকায় বন্দুক হামলায় ৩ ডাচ কমাণ্ডার আহত
ছবি: এলএবাংলাটাইমস
সিটি অব ইন্ডিয়াপোলিসের হোটেলের বাইরে তিন ডাচ কমাণ্ডারকে গুলি করে আহত করেছে আততায়ী। এই তিনজন আমেরিকায় ট্রেনিং এর জন্য এসেছিলেন এবং তারা অফ ডিউটিতে ছিলেন।
শনিবার ৩টা ৩০ মিনিটে সিটির এন্টারটেইনমেন্ট ডিস্ট্রিক্ট- এ এই বন্দুক হামলাটি ঘটে।
ইন্ডিয়াপোলিসের পুলিশ জানা, অফিসাররা ঘটনাস্থলে যেয়ে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে এবং স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
দ্য ডাচ ডিফেন্স মিনিস্ট্রি জানিয়েছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং দুইজনের অবস্থা স্থিতিশীল।
জানা গেছে, তিনজনই কমান্ডো কোর্পস- এর সদস্য, তারা নেদারল্যান্ডস আর্মড ফোর্স ইউনিউটের স্পেশাল অপারেশনের সদস্য।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। ধারণা করা হচ্ছে, এই তিনজনের কারো সাথে অন্য কোনো গ্রুপের বিবাদের জেরে বন্দুকহামলা করা হয়েছে।
ইন্ডিয়াপোলিস মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট জানায়, হোটেলের বাইরে এই বন্দুক হামলাটি হয়েছে। এর বেশি তথ্য প্রকাশ করা যাবে না।
ডাচ ডিফেন্স মিনিস্ট্রি জানিয়েছে, আহত তিনজনের পরিবারকে ঘটনা জানানো হয়েছে এবং স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন