অবৈধ অভিবাসন দমনে হন্ডুরাস ও উগান্ডার সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেরত চুক্তি
টেক্সাস ও মিশিগানে বন্দুক হামলায় ৬ জনের মৃত্যু
ছবি: এলএবাংলাটাইমস
টেক্সাস ও মিশিগান অঙ্গরাজ্যে পৃথক গুলির ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৮ আগস্ট) টেক্সাস স্টেটস- এর হিউস্টন এবং মিশিগানের ডেট্রয়েটে এই গুলির ঘটনা ঘটে। বন্দুকধারীর গুলিতে হিউস্টনে তিনজন ও ডেট্রয়েটে তিনজন নিহত হয়েছেন।
হিউস্টনের ঘটনায় বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
হিউস্টনের কর্তৃপক্ষ বলছে, সেখানে বন্দুকধারী প্রথমে একাধিক বাড়িতে আগুন দেন। এতে বাড়ির বাসিন্দারা বেরিয়ে এলে তিনজনকে গুলি করে হত্যা করে ওই বন্দুকধারী।
হিউস্টন পুলিশপ্রধান জানান, বন্দুকধারীকে উচ্ছেদ করা হবে বলে সম্প্রতি বলা হয়েছিল। এ জন্য তিনি ঘটনাটি ঘটিয়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
ডেট্রয়েটে সন্দেহভাজন বন্দুকধারী চার ব্যক্তির ওপর নির্বিচারে গুলি চালান। এতে তিনজন নিহত হন ও একজন আহত হোন।
ডেট্রয়েটের পুলিশ সন্দেহভাজন বন্দুকধারীকে ধরতে অভিযান চালাচ্ছে।
শহরটির পুলিশপ্রধান জেমস হোয়াইট সংবাদমাধ্যমকে বলেন, ভুক্তভোগী প্রথম তিনজনের মধ্যে দুজন নারী, একজন পুরুষ। সকালের দিকে শহরের পৃথক স্থানে তাঁদের একাধিক গুলি করা হয়।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন