অবৈধ অভিবাসন দমনে হন্ডুরাস ও উগান্ডার সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেরত চুক্তি
সেপ্টেম্বর থেকে অনেক মার্কিনী পাবেন ১ হাজার ৬৮২ ডলার
ছবি: এলএবাংলাটাইমস
আগামী মাসের মধ্যে ১ হাজার ৬৮২ ডলারের ডিরেক্ট পেমেন্ট পেতে যাচ্ছেন লাখো মার্কিনী। দুইটি চ্যাকের মাধ্যমে এই অর্থ দেওয়া হবে। এর মধ্যে সেপ্টেম্বরের ১ তারিখ একটি চ্যাক প্রদান শুরু হবে।
সোশ্যাল সিকিউরিটি সাপ্লিমেন্ট ইনকামের আওতায় এই অর্থ প্রদান করা হবে। অবসরপ্রাপ্ত এবং অক্ষম নাগরিকেরা এই অর্থ পাবেন। সর্বোচ্চ পেমেন্ট করা হবে ৮৪১ ডলার, পেমেন্ট পাওয়া যাবে ৬২৪ ডলার।
সাধারণত এসএসআই গ্রাহকরা তাদের পেমেন্ট মাসের শুরুতে পেয়ে যান। তবে ১ অক্টোবর মাসিক সাপ্তাহিক ছুটি থাকায় সেপ্টেম্বর ৩০ তারিখে তাদের পেমেন্ট দিয়ে দেওয়া হবে।
এছাড়া গ্রাহকেরা ডিসেম্বর এবং এপ্রিল মাসে দুই মাসের পেমেন্ট একত্রে পাবেন। আর অন্যান্য সময় পেমেন্ট পাওয়া যাবে সেপ্টেম্বরের ১ আর ৩০ তারিখ, নভেম্বরের ১ তারিখ, ডিসেম্বরের ১ তারিখ ও সর্বশেষ ৩০ তারিখ।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন