অবৈধ অভিবাসন দমনে হন্ডুরাস ও উগান্ডার সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেরত চুক্তি
ডোনাল্ড ট্রাম্প গণতন্ত্রণের জন্য হুমকিস্বরূপ: বাইডেন
ছবি: এলএবাংলাটাইমস
ডোনাল্ড ট্রাম্প ও তাঁর উগ্রপন্থী সমর্থকেরা দেশের গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে ফিলাডেলফিয়ার ইনডিপেনডেন্স হলে দেওয়া ভাষণে এ কথা বলেন বাইডেন।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দুই মাস বাকি। এর আগে দেশটির সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর উগ্র সমর্থকদের তীব্রভাবে আক্রমণ করলেন বাইডেন। তিনি তাঁদের আমেরিকান গণতন্ত্রের শত্রু হিসেবে অভিহিত করেছেন।
বাইডেন বলেন, ডোনাল্ড ট্রাম্প ও তাঁর মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (মাগা) আদর্শের সমর্থক রিপাবলিকানরা একটি চরমপন্থার প্রতিনিধিত্ব করেন, যা আমেরিকা প্রজাতন্ত্রের ভিত্তিকে হুমকির মুখে ফেলেছে।
বাইডেন বলেন, দুই বছর আগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যাঁরা ট্রাম্পকে ভোট দিয়েছিলেন, তিনি তাঁদের সবার নিন্দামন্দ করছেন না। সব রিপাবলিকান, এমনকি সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান মাগা রিপাবলিকান নন।
বাইডেন বলেন, আমেরিকাতে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হলেও তা মানতে অস্বীকৃতি জানান রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্প। নির্বাচনে বাইডেনের জয়ের সত্যায়ন ঠেকাতে ট্রাম্পের হাজারো উগ্র সমর্থক গত বছরের ৬ জানুয়ারি কংগ্রেস ভবনে হামলা চালায়।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন