অবৈধ অভিবাসন দমনে হন্ডুরাস ও উগান্ডার সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেরত চুক্তি
রাশিয়ার শীর্ষ সামরিক সহযোগী ইরান: যুক্তরাষ্ট্র
ছবি: এলএবাংলাটাইমস
ড্রোন তৈরিতে ইরান-রাশিয়ার অংশীদারিত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য ক্ষতিকর হবে বলে উল্লেখ করেন জন কিরবি। শুক্রবার তিনি বলেন, দুই দেশের মধ্যে 'কঠোর চুক্তি'র ভিত্তিতে ইরান শত শত ড্রোন পাঠাচ্ছে রাশিয়ায়।
জন কিরবি বলেন, উন্নত অস্ত্র তৈরি ও প্রশিক্ষণের ক্ষেত্রে ইরানের সঙ্গে কাজ করতে চাইছে রাশিয়া। দেশটি হেলিকপ্টার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাসহ ইরানকে উন্নত সামরিক উপাদান সরবরাহ করতে চেয়েছিল বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। যুদ্ধে ইউক্রেনবাসীর মৃত্যুর পেছনে ইরানের ভূমিকা রয়েছে মন্তব্য করে তিনি বলেন, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে আঘাত করতে ইরানের ড্রোন ব্যবহার করছে রাশিয়া। লাখ লাখ ইউক্রেনীয়কে শক্তি, তাপ ও গুরুত্বপূর্ণ পরিষেবা থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে।
ইরান গত ১৭ অক্টোবরের সিরিজ হামলায় রাশিয়াকে 'কামিকাজে' ড্রোন সরবরাহ করেছে বলে অভিযোগ করেছিল ইউক্রেন। দেশ দুটির মধ্যে সহযোগিতার বিষয়টি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক তদন্তের আওতায় আসে। ইউক্রেনের ওই অভিযোগ অস্বীকার করেছিল ইরান। তবে যুদ্ধের অনেক আগে দেশটি রাশিয়াকে কিছু ড্রোন পাঠিয়েছিল বলে জানায়।ইরান মিথ্যে বলছে দাবি করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, প্রতিদিন অন্তত দশটি ইরানি ড্রোন ভূপাতিত করছে ইউক্রেন।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন