তুষারপাতে বিমান বিধ্বস্ত হয়ে ৫ জনের মৃত্যু
ছবি: এলএবাংলাটাইমস
উত্তর নেভাডার পার্বত্য এলাকায় তুষারঝড়ে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। উড়োজাহাজটি একজন রোগী নিয়ে যাচ্ছিল। ফ্লাইটে থাকা পাঁচজনের সবাই মারা গেছেন।
নেভাডা কাউন্টি শেরিফ কার্যালয় জানিয়েছে, নেভাডার স্টেজকোচের কাছে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়।
বিমান ও হেলিকপ্টারের মাধ্যমে অ্যাম্বুলেন্স পরিষেবাকারী প্রতিষ্ঠান কেয়ার ফ্লাইট জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে পাইলট, একজন ফ্লাইট নার্স, একজন ফ্লাইট প্যারামেডিক, একজন রোগী ও একজন রোগীর পরিবারের সদস্য ছিলেন।
দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, গত শুক্রবার ভোর ৪টা ও রোববার ভোর ৪টার মধ্যে ভারী তুষারপাত, ৬৫ মাইল বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছিল।
শুক্রবার তুষারপাতের কারণে ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, মিশিগান, অরেগনসহ বেশ কিছু অঙ্গরাজ্যে ভারী তুষারপাত হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন