পেনসিলভেনিয়া এয়ারপোর্টে বিস্ফোরকসহ আটক ১
ছবি: এলএবাংলাটাইমস
পেনসিলভেনিয়া এয়ারপোর্ট থেকে বিস্ফোরক যন্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। সোমবার (২৭ ফেব্রুয়ারি) ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তির নাম মার্ক মাফলে (৪০)। তিনি ফ্লোরিডার অরল্যান্ডোগামী একটি ফ্লাইটের চ্যাকড ব্যাগে এই বিস্ফোরক বহন করছিল।
এফবিআই জানায়, ব্যাগে বিস্ফোরক আবিষ্কারের পর স্পিকারে নাম ধরে ডাকলে মার্ক এয়ারপোর্ট থেকে পালিয়ে যায়। পরে সন্ধ্যায় তাকে বাড়ি থেকে আটক করে এফবিআই।
ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) জানায়, রুটিন স্ক্রিনিং এর সময় ব্যাগের ভিতর বিস্ফোরকটি আবিষ্কার হয়।
কর্তৃপক্ষ জানায়, মার্ক মাফলে সোমবার সকালে ফিলাডেলফিয়া থেকে ৬৫ কিলোমিটার উত্তরে লেইঘ ভ্যালি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এলিজায়েন্ট এয়ার ফ্লাইট ২০১ এ চ্যাকইন করে।
এর এক ঘণ্টা পর টিএসএ স্ক্রিনার্স ব্যাগের ভেতরে সন্দেহজনক বস্তু আবিষ্কার করে। পরে তারা এফবিআই স্পেশালিস্ট ও বোমা বিশেষজ্ঞ ডেকে বস্তুটি পরীক্ষা করানো হয়।
এফবিআই এর বোমা বিশেষজ্ঞরা পরীক্ষা করে ৩ ইঞ্চি লম্বা লুকানো একটি ডিভাইস আবিষ্কার করে। এতে বিস্ফোরকের দ্রব্য ও পাউডারে পূর্ণ পাওয়া যায়।
এফবিআই জানিয়েছে, ডিভাইসে যেসব বিস্ফোরকের নমুনা পাওয়া গেছে সেগুলো বানিজ্যিক বিস্ফোরকে পাওয়া যায়। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন